শিরোনাম

South east bank ad

ভোলায় ইলিশ শিকারের দায়ে পাঁচ জেলের জেল-জরিমানা

 প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ইকরামুল আলম, (ভোলা) :

ভেলার বোরহানউদ্দিন উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা-তেঁতুলিয়া নদী থেকে ছয় জেলেকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সিরাজ হাওলাদার, মো. আরিফ, মো. খোকন, মো. মনির, মো. সাগর ও মোহাম্মদ রুহুল আমিন।

বুধবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান আটককৃতদের মধ্যে চার জনকে এক বছর করে কারাদণ্ড ও একজনকে দুই হাজার টাকা জরিমানা প্রদান করেন। এবং একজন প্রতিবন্ধী হওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

বোরহানউদ্দিন উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মা ইলিশ রক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বুধবার দিনভর বোরহানউদ্দিন উপজেলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে নৌ পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে উপজেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তরের দুটি পৃথক দুইটি অভিযান পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ কালীন সময়ে মা ইলিশ শিকারের সময় ছয় জেলেকে আটক করা হয়।

পরে এদের মধ্যে চার জনকে এক বছর করে কারাদণ্ড, এক জনকে দুই হাজার টাকা জরিমানা ও এক জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: