২০ হাজার জিও ব্যাগ ডাম্পিং করেও ভেঙ্গেছে পাকা সড়ক
আরাফাত হাসান, (মাদারীপুর) :
মাদারীপুরে কুমার নদের ভাঙ্গন কবলিত এলাকায় ২০হাজার জিও ব্যাগ ডাম্পিং করেও ঠেকানো গেলো না পাকা সড়ক। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় জন দুর্ভোগ চরমে পৌছেছে। রাজৈর উপজেলার টেকেরহাট-কালিবাড়ি ফিডার রোডের গোয়ালবাথান এলাকার ৩শ’ মিটার পাঁকা রাস্তা অবশেষে কুমার নদে বিলীন হয়ে গেছে। ফলে হরিদাসদী-মহেন্দ্রদী, হোসেনপুর, কবিরাজপুর, নিলখী ও ইশিবপুর ইউনিয়নের প্রায় দেড়শতাধিক গ্রামের হাজার হাজার মানুষের জেলা ও উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে ছোট ছোট যানবাহনসহ জরুরী মুহুর্তে পুলিশের গাড়ী, এম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। বিফলে গেল ২০ হাজার ২৫৫ শত জিও ব্যাগ।
এলাকাবাসি জানান, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট-কালিবাড়ি ফিডার রোডের গোয়ালবাথান নামক স্থানে প্রায় ৩শ’ মিটার পাঁকা রাস্তা কুমার নদে বিলীন হয়েছে। কুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় গত ৫ সেপ্টেম্বর রবিবার রাতে পাঁকা রাস্তাটির অর্ধেক হঠাৎ করে কুমার নদে বিলীন হয়ে যায়। এ অবস্থায় ঝুঁকি নিয়ে ছোট ছোট যানবাহন বিশেষ করে মোটরসাইকেল, ইজিবাইক ও ভ্যান কোন রকমে চলাচল করতে থাকে। পরে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ড সেখানে জিও ব্যাগ ফেলে রাস্তাটি রক্ষার চেষ্টা করে। পানি কমতে শুরু করায় ২০ হাজার ২৫৫ জিও ব্যাগ ধসে নদের গভীরে চলে যায়। ফলে আবার ভাঙ্গন শুরু হয়। সোমবার পাঁকা রাস্তাটির বাকী অংশ কুমার নদে বিলীন হতে শুরু করে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কার্পেটিং করা অংশ পুরোটাই ভেঙ্গে যায়।
মাদারীপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, ‘সেপ্টেম্বর মাসে নদের ভাঙ্গনে রাস্তাটির অর্ধেক বিলীন হয়ে গিয়েছিল। আমরা তাৎক্ষনিকভাবে ২০ হাজার ২২৫ শত জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধ করেছিলাম। কিন্তু পানির তোরে তা টেকেনি। শুকনো মৌসুম আসলে এলজিইডি রাস্তার এ অংশটি মেরামত করে দিলে ওই স্থানে ব্লক ফেলে ও বাঁধ দিয়ে টেকসই ব্যবস্থা গ্রহণ করা হবে।’