রাবির ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে আরএমপি কমিশনার
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক। মঙ্গলবার (০৫ অক্টোবর) সকাল থেকে আরএমপি কমিশনারের পক্ষে পুলিশের একটি দল বিশ্ববিদ্যালয় বুথ করে শিক্ষার্থীদের মাঝে পানির মাছ ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করতে থাকেন। এতে করে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা অনেকটাই উপকৃত হন।
যার ফলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা হাজারো শিক্ষার্থী বোতলজাত পানি, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার পেয়ে উপকার লাভ করেন।
বিষয়টি নিশ্চিত করেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। তারা জানান, সকাল থেকে পুলিশের একটি দল শিক্ষার্থীদের মাঝে মাছ পানি ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ শুরু করেন।
এ ব্যাপারে আরএমপি কমিশনার মো. আবু কালাম সিদ্দিক বলেন, রাজশাহীতে আমার বেড়ে ওঠা। রাজশাহীতে জীবনের অধিকাংশ সময় কেটেছে। রাজশাহীর মাটি ও মানুষের সাথে আমার জীবনের অনেক স্মৃতিই মিশে আছে। তাই দেশের দ্বিতীয় বৃহত্তম এই বিদ্যাপীঠে ভর্তিচ্ছুদের একটু সহায়তার হাত বাড়িয়ে দিতে চেয়েছিলাম মাত্র। যাতে মনের দিক থেকে একটু তৃপ্তি পাই।