চরমোচারিয়া ইউপিতে নৌকার মাঝি হতে চান খোকন
শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :
শেরপুর সদরের আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হতে মাঠ চষে বেড়াচ্ছেন এস এম সাব্বির হোসেন খোকন।
সদর উপজেলার ৯ নং চরমোচারিয়া ইউনিয়নে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা এস এম সাব্বির হোসেন খোকন নৌকার প্রতীক পেতে দলীয় নেতাকর্মী ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে করছেন গণসংযোগ। ১ অক্টোবর শুক্রবার সারাদিন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে গণসংযোগ করেন।
পথসভায় খোকন বলেন, ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করে আসছি, এবার চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণসংযোগ, পথসভা, উঠোন বৈঠক ও মতবিনিময় সভা করে যাচ্ছি। করোনাকালীন সময়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে মানুষের পাশে দাঁড়িয়েছি। কর্মহীনদের বিভিন্নভাবে সহযোগিতা করেছি।
তিনি বলেন, আগামী নির্বাচনে নৌকা প্রতীক পেলে অবশ্যই বিজয়ী হব। বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রাণপণ চেষ্টা করবো।