জয়পুরহাটে র্যাবের পৃথক অভিযানে ১২ জন গ্রেফতার
রাশেদ ইসলাম, (জয়পুরহাট) :
জয়পুরহাটে পৃথক পৃথক অভিযানে ৫ জন মাদকসেবী, ৭ জন জুয়াড়িসহ সর্বমোট ১২ জনকে গ্রেপ্তার করেছেন বলে জানিয়েছেন,জয়পুরহাট র্যাব-৫, সিপিসি-৩ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার তৌকির।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে জয়পুরহাট শহরের সুইপার পট্টিসংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে মাদক সেবনরত অবস্থায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জয়পুরহাট পৌর এলাকার বিভিন্ন মহল্লার মো. আবু রায়হান রাসেল (২৯), মো. শফিকুল ইসলাম (২৮), মো. শাহীন আলম (১৮), মো. রায়হান হোসেন (১৮), মো. এজাজ (২২)।
আরেকটি অভিযানে বৃহস্পতিবার রাতে জয়পুরহাট সদর থানার দোগাছী ইউনিয়নের উত্তর পাথুরিয়া এলাকা হতে জুয়া খেলার সময় ৭জনকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাট সদর থানার পাথুরিয়া ও খঞ্জনপুর এলাকার মো. জোবাইদুল ইসলাম (৪০), মো. মুসা (২৭), শ্রী নয়ন চন্দ্র (৩৮), মো. আ. রশিদ (৪৫), মো. মিলন (৩২), পিতা-মো. আলীমুদ্দিন, মো. কালাম মো. মমিন (২৮)।
পরে ধৃত আসামিদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রকাশ্য জুয়া আইন অনুসারে পৃথক পৃথক মামলা দায়ের হয়েছে।