শিরোনাম

South east bank ad

নাটোরে কক্ষের তালা ভেঙ্গে ঝলসিত শিশু শিক্ষার্থী উদ্ধার, গ্রেফতার-৩

 প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর) :

নাটোরে ১১ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে নির্যাতন ও শরীর ঝলসে দেয়ার ঘটনায় মাদ্রাসা প্রধান ও তার স্ত্রী সহ ৩ জনতে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে মাদ্রাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

নাটোর সদর থানার ওসি তদন্ত আবু সাদাদ জানান,সদর উপজেলার চর লক্ষিকোল গ্রামের ইমরান ইসলামের ১১ বছরে শিশু কন্যা ইয়াসমিন হাফেজি পড়ার জন্য পার্শবর্তী উলুপুর এলাকার তালেমুন নিছা হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি হয়। মাদ্রাসা প্রধান সোহরাব ও তার স্ত্রী সালমা বেগম ইয়াসমিন সহ অন্য শিশু শিক্ষার্থীদের দিয়ে গৃহকর্মির মত কাজ করাতো এবং কথায় কথায় শারীরিক নির্যাতন চালাতো। গত ২৪ সেপ্টেম্বর শিশু ইয়াসমিন ভাত রান্না করে ভাড়ি পাতিল তুলতে গিয়ে পড়ে যায়।এতে ক্ষুদ্ধ মাদ্রাসা প্রধানের স্ত্রী সালমা বেগম ওই ছাত্রীকে চুলের মুঠি ধরে গরম ভাত ও ভাতের মারের মধ্যে ফেলে দেয়। এতে ইয়াসমিনের শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। ওই অবস্থায় কাউকে না জানিয়ে তাকে একটি কক্ষে তালা বদ্ধ করে রেখে দেয়। এতে তার ঝলসিত অংশে পচন ধরতে শুরু করে।

খবর পেয়ে গতকাল বুধবার ইয়াসমিনের পিতা ও স্বজনরা মাদ্রাসায় গিয়ে তালা ভেঙ্গে ইয়াসমিনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই তিনজনকে অভিযুক্ত করে আজ মামলা দায়ের করেছিলেন ইমরান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: