শাজাহানপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার শাজাহানপুরে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী যাত্রীবাহি বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার আড়িয়াবাজার স্ট্যান্ডে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাতনামা বৃদ্ধ লোকটি মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে পায়ে হেটে পার হচ্ছিলেন। এমন সময় ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজ নামে একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা মারলে রাস্তার উপর ছিটকে পড়ে যান। এসময় বাসটির পিছনের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি আটক রয়েছে।