তালতলীতে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
এম.এস রিয়াদ, (বরগুনা) :
বরগুনার তালতলী বাজারের সদর সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যসামগ্রী রেখে যানবাহন ও পথচারী চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
বুধবার (২৯সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বাজারের সদর রোডে দুপুর ১টা পর্যন্ত উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন। এ অভিযান পরিচালনা করেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কাওছার হোসেন।
প্রধান সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য সামগ্রী রেখে চলাচলের বিঘ্ন ঘটছে। উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে নিজেদের উদ্যোগে পণ্য অপসারণ করতে বলা হয়েছিল।
অথচ অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে ১২জন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কাওছার হোসেন বলেন- অভিযানকালে অবৈধভাবে রাখা পণ্যসামগ্রী রাস্তা ও ফুটপাত থেকে অপসারণ করা হয়েছে।
তিনি আরও বলেন- ভ্রাম্যমাণ আদালতে ১২জন ব্যবসায়ীকে মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অভিযানে উপজেলার আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা করেন।