রাকাব’র চিকিৎসা সহায়তা সামগ্রী বিতরণ
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নাটোর সদর হাসপাতালে চিকিৎসা সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট এগুলো হস্তান্তর করা হয়। বুধবার রাকাব এর জনসংযোগ কর্মকর্তা মো. জামিল স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এসময় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন নাটোর সদর হাসপাতাল কর্তৃপক্ষকে পাঁচটি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেন। নাটোর জেলার জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর।