শিরোনাম

South east bank ad

পটুয়াখালীতে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

 প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সুনান বিন মাহাবুব, (পটুয়াখালী) :

পটুয়াখালীতে রিপন ওরফে নিতাই (৩৫) নামের এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ( ২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের ইউসুফপুর মহিলা দাখিল মাদ্রাসার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত রিপন কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের রফ গাজীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রিপন বেশ কয়েকজন যাত্রীসহ ইজিবাইক নিয়ে কলাপাড়া থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় ইউসুফপুর মহিলা দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় পৌছলে অপরদিক থেকে আসা একটি পরিবহনকে সাইট দিয়ে গিয়ে সে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে খাদে পরে যায়। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত হয়। এঘটনায় ইজিবাইকে থাকা আরও চার যাত্রী আহত হয়। তারা মহিপুর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, প্রচন্ড বৃষ্টি থাকায় ইজিবাইক চালক গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেনি তাছাড়া ওই গাড়িতে যাত্রীও ছিল অতিরিক্ত। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হাড়িয়ে খাদে পরে যায়। ঘটনাস্থলেই চালকের ( রিপন ওরফে নিতাই) মৃত্যু হয়। অন্য যাত্রীদের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: