জামালপুরে প্রধানমন্ত্রীর জম্মদিন পালন
শামীম আলম, (জামালপুর) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি করেছে জামালপুর পৌরসভা।
মঙ্গলবার দুপুরে জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানুর নেতৃত্বে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও জামালপুর জিলা স্কুলের শিক্ষার্থীদের মাঝে করোনা প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করেন।
এ সময় করোনা সংক্রমন রেখে সুরক্ষিত থাকতে শিক্ষার্থীদের সচেতন করেন এবং শিক্ষাখাতের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা উল্লেখ করে তার সুস্বাস্থ্য কামনা করে সবার কাছে দোয়া চান। পরে বিদ্যালয় প্রাঙ্গনে ফলজ বৃক্ষ রোপন করেন।