প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে ত্রিশালে স্বেচ্ছাসেবকলীগের বৃক্ষ রোপন
আব্দুল্লাহ আল ফাহাদ, (ত্রিশাল) :
আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ইব্রাহীম খলিল নয়নের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে স্থানীয় নজরুল একাডেমীতে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্ধোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ইব্রাহীম খলিল নয়ন।
পরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এ এন এম শোভা মিয়া আকন্দ, আশরাফুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাতেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য তোফাজ্জল ইসলাম, ত্রিশাল সরকারি নজরুল একাডেমীর প্রধান শিক্ষক এ কে এম কামরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম প্রমূখ।