রায়পুরে চোরাই মালসহ গ্রেপ্তার-৩
মো. রাকিব হোসাইন রনি, (লক্ষ্মীপুর) :
লক্ষ্মীপুরের রায়পুরে চুরির মামলায় ৩ যুবককে গ্রেফতার করা হয়েছে। এসময় চোরাই স্বর্ণালংকার, নগদ টাকা ও একটি ছুরি উদ্ধার করা হয়। সোমবার ভোরে (২৭ সেপ্টেম্বর) তাদের গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত যুবকরা হলেন দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের আমজাদ হোসেন (২১), আমরাজ হোসেন (১৯) ও আলমগীর হোসেন (২০)।
হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ইউসুফ আলী জানান, গত মঙ্গলবার রাতে চরলক্ষ্মী গ্রামের মৃধা কান্দি এলাকায় আব্দুল আলীর ঘরে চুরি হয়। এতে নগদ আড়াই হাজার টাকা, হাতের বালা, কানের দুল ৪টি, নাকফুল নিয়ে যায় চোরের দল। ওই ঘটনায় গৃহবধূ নাজমা আক্তার বাদি হয়ে অজ্ঞাতদের নামে মামলা করেন। গোপন সংবাদের মাধ্যমে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মালামালগুলো উদ্ধার করা হয়।