জামালপুরে মাসকালাই বীজ ও সার বিতরণ
শামীম আলম, (জামালপুর) :
জামালপুরে মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ দুপুরে সদর উপজেলা পরিষদের ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন অডিটোরিয়ামে জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কর্মসূচীর আয়োজন করে। জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সরকার কৃষকদের উন্নয়নের জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিভিন্ন সহায়তা করে যাচ্ছে, কৃষি খাতে বিশেষ নজর দেয়ার জন্যই বাংলাদেশ আজ খাদ্যে সয়ংসম্পূর্ণ। পরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।