শিরোনাম

South east bank ad

ঝালকাঠিতে রাজস্ব সম্মেলন

 প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান, (ঝালকাঠি) :

ঝালকাঠি রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) নাজমুল আলম ৪ উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট রাজস্ব বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এসময় সংস্থাপন বিষয় ভূমি অফিস সমূহের কর্ম তৎপরতা উপজেলা ও ভূমি অফিস পরিদর্শন ভূমি সংক্রান্ত আদেশের প্রয়োগ, রেকর্ড সংরক্ষণ ও হালনাগাদ করণ ভূমি উন্নয়ন করের দাবী ও আদায় খাস, অর্পিত সম্পত্তি পুর্ণউদ্ধার, হাট বাজার সংক্রান্ত পেরি ফেরি বহাল করণ, সায়রাত মহল, খাস কৃষি জমি বন্টন, অর্পিত সম্পত্তি বন্টন সংক্রান্ত, ওকফা ও দেবত্বর সম্পত্তি বর্তমান অবস্থান, ভূমি হুকুম দখল, স্থাবর সম্পত্তি অধিক গ্রহণ, হুকুম দখল আইনের সৃজিত কেসের বিবরণ, দেওয়ানী মামলা সংক্রান্ত(আপিল), রাজস্ব সার্টিফিকেট মামলা ইত্যাদি বিষয় নিয়ে অালোচনা করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: