ঝালকাঠিতে রাজস্ব সম্মেলন
মোঃ রাজু খান, (ঝালকাঠি) :
ঝালকাঠি রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) নাজমুল আলম ৪ উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট রাজস্ব বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এসময় সংস্থাপন বিষয় ভূমি অফিস সমূহের কর্ম তৎপরতা উপজেলা ও ভূমি অফিস পরিদর্শন ভূমি সংক্রান্ত আদেশের প্রয়োগ, রেকর্ড সংরক্ষণ ও হালনাগাদ করণ ভূমি উন্নয়ন করের দাবী ও আদায় খাস, অর্পিত সম্পত্তি পুর্ণউদ্ধার, হাট বাজার সংক্রান্ত পেরি ফেরি বহাল করণ, সায়রাত মহল, খাস কৃষি জমি বন্টন, অর্পিত সম্পত্তি বন্টন সংক্রান্ত, ওকফা ও দেবত্বর সম্পত্তি বর্তমান অবস্থান, ভূমি হুকুম দখল, স্থাবর সম্পত্তি অধিক গ্রহণ, হুকুম দখল আইনের সৃজিত কেসের বিবরণ, দেওয়ানী মামলা সংক্রান্ত(আপিল), রাজস্ব সার্টিফিকেট মামলা ইত্যাদি বিষয় নিয়ে অালোচনা করা হয়।