সালথায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
জাকির হোসেন, (ফরিদপুর) :
ফরিদপুরের সালথায় বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যুর খবর পাওয় গেছে। নিহত তাওহীদ সর্দার (৫) উপজেলার রামকান্তপুর ইউনিয়নের উত্তর মদনদিয়া গ্রামের মঞ্জুর সর্দারের ছেলে।
রবিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১০ টার দিকে নিহতের বাড়ির পাশে এই মৃত্যুর ঘটনা ঘটে। জানা যায়, শিশুটি সকাল ৯ টার দিকে তার বড়ভাই ও চাচাতো দুই ভাইসহ মোট চারজন বাড়ির পাশে আড়ায় গোসল করতে নামে। এসময় তাওহীদের মা রান্না করছিলো এবং তার বাবা সালথা বাজারে ব্যবসায়িক কাজে ব্যস্ত ছিলো। কিছুক্ষন গোসল করার পর তাহহীদ বাদে সবাই উপরে গিয়ে পোষাক পরিবর্তন করে। তবে তাওহীদের কেউ খোঁজ নেয় নাই। প্রায় ঘন্টা খানেক পর তাওহীদ কে খুঁজে না পেয়ে পানিতে খোঁজ করলে পানিতে তার নিথরদেহ খুঁজে পায়। এরপর স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে তাওহীদকে মৃত ঘোষণা করে। পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।