শেবাচিমে ১৮ মাসে ১৩৭৯ জন রোগীর মৃত্যু
বরিশাল প্রতিনিধি
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের (শেবাচিম) ১৮ মাসে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৩৭৯ রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ৪২২ জন। এই সময়ে করোনা ওয়ার্ডে মোট ভর্তি হয়েছেন ৭১৮৮ জন। গতকাল শনিবার হাসপাতালের পরিচালকের দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত এক রোগী মারা গেছেন। শনিবার সকাল পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলেন সর্বনিম্ন ৩৩ জন রোগী। যা গত মে মাসের পর সবচেয়ে কম। হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে সব শেষ নমুনা পরীক্ষায় ৬.৭৭ ভাগ করোনা শনাক্ত হয়েছে। নতুন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৫ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৬ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন।
শেবাচিমের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় গত শুক্রবার রাতের সব শেষ রিপোর্টে ১৭৭ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬.৭৭ ভাগ। এর আগে বৃহস্পতিবারের রিপোর্টে ৫.১৭ ভাগ, বুধবার ৯ ভাগ, মঙ্গলবার ৪.৯৬ ভাগ, সোমবার ৭.২৯ ভাগ, রবিবার ৫.৩৯ ভাগ এবং গত শনিবার বরিশালে আরটি পিসিআর ল্যাব প্রতিষ্ঠার পর সর্বনি¤œ ১.১১ ভাগ করোনা শনাক্ত হয়।
গত বছরের ১৭ মার্চ শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে করোনা ওয়ার্ড ও একই বছরের ৮ এপ্রিল আরটি পিসিআর ল্যাব স্থাপন করা হয়।