বরগুনায় ২৫ কেজির বিশালাকৃতির পাঙ্গাস
এম.এস রিয়াদ, (বরগুনা) :
বরগুনা সদর উপজেলার বিষখালী নদীতে একজন জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ। যা দীর্ঘ ২৬ বছর পরে আবার ধরা পড়ল এ বিশালাকৃতির পাঙ্গাস মাছ।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে পৌর মাছ বাজারে বিষখালী মোহনা থেকে জেলে জয়নাল ফরাজীর জালে মাছটি ধরা পড়ে।
মাছটি দেখতে বরগুনা মাছ বাজারে উৎসুক জনতার উপচে পড়া ভীড় দেখা গেছে। মাছটি সামুদ্রিক হওয়ায় প্রতি কেজি ১৫'শ টাকা দরে বিক্রি করা হয়েছে।
মৎস্য ব্যবসায়ী দেলোয়ার প্যাদা বলেন- অনেকদিন পর একটি বড় পাঙ্গাস মাছ বাজারে এসেছে। তবে মাছটি বেশি বড় হওয়ায় ক্রেতা পাওয়া যাচ্ছে না। অনেকে আসে ছবি তুলে চলে যায়।
মাছ সরবরাহকারী ও কমিশন এজেন্ট আলহাজ্ব ইদ্রিস ট্রেডার্স এর স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ জানান- বরগুনা মাছ বাজারে ১৯৯৫ সালে একটি বড় পাঙ্গাস মাছ দেখতে পেয়েছি। এবছর একটি ২৫ কেজি ওজনের পাঙ্গাস মাছ বাজারে এসেছে। তাও আবার বিষখালী নদীর মাছ।
বহুবছর পর এতবড় পাঙ্গাস দেখেছি আমরা। নদীতে এতবড় পাঙ্গাস পাওয়া অবিশ্বাস্য ব্যাপার। এর আগেও বড় সাইজের পাঙ্গাশ এসেছে বাজারে। তা সর্বোচ্চ ১০-১৫ কেজির ছিলো। কিন্তু ২৫ কেজির পাঙ্গাশ এই প্রথম।
বিগত বছরের চেয়ে এবছরের পাঙ্গাশের সাইজ অনেকটাই বড়। নদীর পাঙ্গাশ হওয়ার ভালো স্বাদ পাওয়া যাবে। খবর শুনে শহরের বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসছে। অনেকে আবার ছবি তুলে নিয়ে যাচ্ছে। সদর উপজেলার মোল্লার হোরা গ্রামের জেলে জয়নাল ফরাজী ২৫ কেজির এই পাঙ্গাশটি বিক্রি করেছেন ২০ হাজার টাকায়।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান- বিষখালী নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঝালকাঠি ও বরগুনা জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১০৫ কিলোমিটার, গড় প্রস্থ ৭৬০ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার।
তিনি আরো বলেন- সরকারের দেয়া বিভিন্ন সময় অবরোধের কারণে নদীতে মাছের অবাধ চলাফেরা এবং প্রজনন বৃদ্ধি পাওয়ার ফলে সমুদ্রে ও নদীতে মাছের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এবছর পর্যাপ্ত পরিমাণে জেলেদের জালে মাছ ধরা পড়ছে বলে জানান ওই কর্মকর্তা।