আনোয়ারায় ওয়ারেন্টভুক্ত ৪ আসামি আটক
জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নারী ও শিশু নির্যাতন মামলাসহ ওয়ারেন্টভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন, গহিরার মৃত নুর আহাম্মদের পুত্র নুরুল ইসলাম (৫০), বরুমছড়ার নুর মোহাম্মদের পুত্র মোহাম্মদ আব্বাস (৪৬), সৈয়দকুচাইয়ার মৃত এলাহী বক্সের পুত্র মোহাম্মদ শরীফ (৩২) ও তেকেটার নুর মোহাম্মদের পুত্র এরফান উদ্দীন (৩০)।
আটকের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, পৃথক অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্তসহ চার আসামিকে আরক করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।