ভোলায় মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে জেলের মৃত্যু
ইকরামুল আলম, (ভোলা) :
ভোলার দৌলতখান উপজেলায় মেঘনা নদীতে মাছ শিকারে গিয়ে মো. ফরিদ (৭৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। নিহত ফরিদ উপজেলার চরপাতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা ও একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দৌলতখান পৌরসভা ১নং ওয়ার্ডে মেঘনার তীরে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালের দিকে মো. ফরিদ মাছ শিকারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ সময় দৌলতখানের রাধাভল্লব মাছঘাট সংলগ্ন মেঘনায় মাছ শিকার করতে গিয়ে তিনি নদীতে পড়ে যায়। পরে আনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান এ তথ্য নিশ্চিত করেন।