মায়ের মমতা কল্যাণ সংস্থা পরিদর্শনে ড. সামীউল আলম লিটন
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নে বারুয়ামারী গ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন মায়ের মমতা কল্যাণ সংস্থার প্রধান কার্যালয় পরিদর্শন করেন বিশিষ্ট সমাজসেবক, শিল্পপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ডক্টর সামীউল আলম লিটন।
সংগঠনটির কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ সংগঠনের ভূয়সী প্রশংসা করে বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের আত্ম-সামাজিক উন্নয়নে এ সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির অন্যতম পৃষ্ঠপোষক জতীয় পর্যায়ে শ্রেষ্ট পদকপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা। সংগঠনের উপদেষ্টা জনাব মোঃ হারুন অর রশিদ, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফারুক আহাম্মদসহ নির্বাহী কমিটির সদস্যগন।