শিরোনাম

South east bank ad

নলছিটিতে মাছের পোনা অবমুক্তকরণ

 প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান, (ঝালকাঠি) :

ঝালকাঠির নলছিটিতে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বিনামূল্যে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা চত্বরে মাছের পোনাগুলো বিনামূল্যে বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্র জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বরিশাল বিভাগের মৎস্য অধিদপ্তরের উপপরিচালক আনিসুর রহমান তালুকদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ,উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা , সহকারী মৎস্য কর্মকর্তা রমনী কান্ত মিস্ত্রি, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী এস এম সোয়েব প্রমুখ।

উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা জানান, এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার ২৩ জলাশয়ে ৩৪৪.৮৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: