শিরোনাম

South east bank ad

বেসিক ব্যাংকের ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বেসিক ব্যাংক লিমিটেড-এর ৩২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসেম এর সভাপতিত্বে বৃহস্পতিবার (সেপ্টেম্বর ২৩, ২০২১) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ আনিসুর রহমান। ব্যাংকের শতভাগ শেয়ারহোল্ডার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবদুল্যাহ হারুন পাশা সভায় উপস্থিত ছিলেন।

এছাড়া ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য - মোঃ রাজীব পারভেজ, ড. নাহিদ হোসেন, ড. মোঃ আবদুল খালেক খান, ব্যাংকের মহাব্যবস্থাপকগণ, চীফ ফাইনান্সিয়াল অফিসার (সিএফও), কোম্পানি সচিব এবং ব্যাংকের অডিট ফার্ম মেসার্স খান ওয়াহাব শফিক রহমান এন্ড কোং-এর প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের ২০২০ সালের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান তাঁর বক্তব্যে সঠিক কর্মপরিকল্পনা গ্রহণ এবং এর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকের হারানো গৌরব ফিরিয়ে আনার উপর গুরুত্বারোপ করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: