মানিকগঞ্জে র্যাব-৪ ও ডিবির অভিযানে মাদকসহ গ্রেফতার-৫
সাব্বির হোসেন সাইফুল, (মানিকগঞ্জ) :
মানিকগঞ্জে র্যাব-৪ এবং জেলা গোয়েন্দা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৩৪০পিস ইয়াবা ও ১৫ গ্রাম হেরোইন সহ ৫ জন মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তি সুত্রে জানাগেছে, র্যাব-৪ এর সিপিসি-৩, মানিকগঞ্জ'র একটি অভিযানিক দল কোম্পানি কমান্ডার লে: কমান্ডার আরিফ হোসেনের নেতৃত্বে ঢাকা জেলার সাভার থানাধীন পশ্চিম রাজাশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ আশিক মাহমুদ (৩৫), পিতা- মোঃ বেলায়েত হোসেন, গ্রাম-টাঙ্গারিয়া পাড়া, থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর, নামে এক মাদক ব্যবসায়ীকে ২৫০ টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। সে সাভার এলাকায় যুব সমাজের নিকট মাদক বিক্রি করত, তার বিরুদ্ধে সাভার থানায় মামলা করা হয়েছে।
অপরদিকে, মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশের ইনচার্জ মোঃ হানিফ সরকারের নেতৃত্বে তিনটি পৃথক অভিযান পরিচালনা করে। আসামী সুমন রায় (৩৫) কে মানিকগঞ্জ থানাধীন আলীনগর থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়, একই থানার কুটাই গ্রাম থেকে মোঃ সুমন (৩১) নামের একজনকে ৩০পিস ইয়াবা ও ০৫ গ্রাম হেরোইন সহ আটক করা হয়। অপর দিকে পশ্চিম বান্দুাটিয়া হতে গিয়াস উদ্দিনকে ১০ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এবং মোঃ পাপন আহম্মেদকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন হয়েছে।