শিরোনাম

South east bank ad

রাজশাহীতে কিটনাশক প্রয়োগ করে দুই বিঘা জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

 প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর তানোর উপজেলায় পূর্ব শক্রুতার জের ধরে প্রান্তিক তিন কৃষকের অন্ততপক্ষে ২ বিঘা জমিতে ক্ষতিকর কিটনাশক প্রয়োগ করে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউপির কালনা গ্রামের পশ্চিমের জমির মাঠে এই ঘটনা ঘটে।ওই এলাকার প্রভাবশালী একটি মহল এমন ঘটনা ঘটিয়েছে ভুক্তভোগীদের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এঘটনায় প্রভাবশালীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে সাহস পাচ্ছেন না দরিদ্র ও প্রান্তিক ওই ৩ কৃষক।

সরেজমিন জমির মাঠে গিয়ে এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, তানোর উপজেলার কালনা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে সাদেক আলীর (৪০) সাথে একই গ্রামের আব্দুস সোভানের ছেলে আবুল কালমের (৩৫) দীর্ঘদিন ধরে শক্রুতা চলে আসছিলো।

এরই জের ধরে দুই/তিন দিন আগে এক রাতে সোভানের ছেলে কালামের ৪০ শতক, মৃত খাইরুলের স্ত্রী বুলবুলীর ১৫ শতক ও আনিছুরের ছেলে আনোয়ারের ১০ শতকসহ মোট ৬৫ শতক জমিতে ঘাস ও জঙ্গল মারা বিষ প্রয়োগ করে সম্পূর্ণ জমির ধান পুড়িয়ে দিয়েছে।

এঘটনায় গ্রামবাসীসহ ক্ষতিগ্রস্থ্য কৃষকরা বলছেন গত বছরও একই গ্রামের আশরাফ আলীর ছেলে
সাদেক আলী (৪২) ও তার ভাই সামসুদ্দীন (৫০) সাজ্জাদ (৫৫)সহ তাদের লোকজন ওই জমিতে বিষ দিয়ে ধার পুড়িয়ে ফেলার ঘটনায় আদালতে জরিমানা দিয়ে এসেছে। এবারো তারাই এঘটনা ঘটিয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ্য কৃষকসহ গ্রামবাসী।

এবিষয়ে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে অভিযুক্ত সাদেক ফোন রিসিভ করেননি।

তবে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ‘ভুক্তভোগীরা এখনো থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: