দুর্গাপুরে বিষপানে গৃহবধূর মৃত্যুর অভিযোগ স্বামী আটক
এস.এম রফিক, (দুর্গাপুর) :
নেত্রকোনার দুর্গাপুরে পারিবারিক কলহের জেরে জোসনা আক্তার(২৭) নামের এক গৃহবধূর বিষপানে মৃত্যুর অভিযোগ উঠেছে। ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্বামীর বাড়ি উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের গাঁওকান্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১০ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জোসনা আক্তার ঐ ইউনিয়নের গাঁওকান্দিয়া গ্রামের আনিস মিয়ার স্ত্রী,সে ২ ছেলে ও ১ মেয়ের জননী ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। বৃহস্পতিবার ৯সেপ্টেম্বও রাতে গৃহবধূ জোসনা আক্তার পারিবারিক কলহে অতিষ্ঠ হয়ে বাড়িতে থাকা বিষপান করলে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার(১০ আগষ্ট) বিকেলে তার মৃত্যু হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নুর-এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জোসনা আক্তারের স্বামী আনিস মিয়া’কে আটক করা হয়েছে।