আইসিএমএবির নতুন পাঠ্যসূচি উন্মুক্তকরণ উদযাপন অনুষ্ঠান
দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) নতুন পাঠ্যসূচি উন্মুক্তকরণ উদযাপন অনুষ্ঠান সম্প্রতি আইসিএমএবি রুহুল কুদ্দুস অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ওই অনুষ্ঠানে বিএসইসির ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. নজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন সাফার প্রেসিডেন্ট ও আইসিএমএবির সাবেক প্রেসিডেন্ট একেএম দেলোয়ার হোসেন। আইসিএমএবি প্রেসিডেন্ট আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে আইসিএমএবির ফেলো সদস্য ড. সৈয়দ আবদুল্লাহ আল মামুন পাঠ্যসুচির ওপর প্রবন্ধ উপস্থাপন করেন।
অন্যদের মধ্যে আইসিএমএবির সাবেক প্রেসিডেন্ট এএসএম শায়খুল ইসলাম ও জসিম উদ্দিন আকন্দ বক্তব্য রাখেন।