শিরোনাম

South east bank ad

চাঁদা দিতে বাঁধা দেয়ায় ব্যবসায়ী ওপর হিজরা বাহিনীর হামলা

 প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রোমান আহমেদ আকন্দ, (শরীয়তপুর) :

শরীয়তপুরে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর ওপর হিজরা বাহিনী হামলা করেছে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শরীয়তপুর সদরের মনোহর বাজার মোড় সংলগ্ন পূর্ব কাশাভোগ গ্রামের আব্দুল মজিদ ভূইয়ার প্রায় পাঁচ মাস আগে সন্তান জন্ম নিয়েছে। তাই চাঁদা (মিস্টি খেতে) দাবি করছে স্থানীয় হিজরা বাহিনী। তৃতীয় লিঙ্গের লোকজন কিছু অনেকদিন পর্যন্ত ঘুরেও টাকা না পেয়ে বুধবার (৮সেপ্টেম্বর) মিলন হিজড়ার নেতৃত্বে ১৪/১৫ জন মজিদের বাড়িতে ডুকে ২ হাজার টাকা দাবি করে। টাকা না দেয়ায় মজিদের স্ত্রী রেখা আক্তারকে মারধর শুরু করে। এসময় প্রতিবেশী আয়াত আলী বাঁধা দেয়। পরবর্তীতে আয়াত আলীর দোকানের সামনে এসে তাকে মারধর করে ওই হিজরা বাহিনী। পরে গুরুতর আহত অবস্থায় আয়াত আলীকর শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে স্থানীয়রা। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে হামলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে হিজরাদের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠছে।

আহত আয়াত আলী জানান, প্রতিবেশীর বাড়িতে হৈ হুল্লোর শুনে আমি সেখানে গিয়ে দেখি মজিদের স্ত্রীকে হিজরারা মারধর করতেছ; আমি তাদেরকে নিষেধ করায় তারা পরবর্তীতে এসে আমাকেসহ কয়েকজনকে মারধর করেছে।
তিনি আরও বলেন, মিলন হিজড়া না। ওর সন্তান রয়েছে।

হিজরা বাহিনীর দলপতি মিলন এ ঘটনা অস্বীকার করে বলেন, সব মিথ্যা কথা। ওরাই আমাদেরকে মারধর করেছে।

পালং মডেল থানার ওসি আক্তার হোসেন বলেন, উভয় পক্ষের অভিযোগ শুনেছি, তাদেরকে থানায় ডাকা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: