জয়পুরহাটে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
রাশেদ ইসলাম, (জয়পুরহাট) :
সবার জন্য শিক্ষা এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৮ সেপ্টম্বর) বেলা ১১ টা ৩০ মিনিটে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা বু্্যরো আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক ইশরাত ফারজানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের কর্মকর্তা, প্রশাসন এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।