নির্মাণাধীন ভাবনে এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা
রাসেল আহমেদ, (ময়মনসিংহ) :
ময়মনসিংহ নগরীতে ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে মসিক ভ্রাম্যমান আদালত।
তার ধারাবাহিকতায় বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সেহড়া মুন্সিবাড়ি এলাকায় একটি নির্মাণাধীন ভবনের জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ পরিচালিত ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ বলেন,ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যহত থাকবে।
এ সময় জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মুজমদার, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।