ইদিলপুর ইউপি’র চেয়ারম্যানের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত
মোঃ রোমান আকন্দ, (শরীয়তপুর) :
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন শিকারী’কে গত ১৮ আগস্ট ২০২১ এক প্রজ্ঞাপনের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রনালয় চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
উক্ত আদেশ চ্যালেঞ্জ করে মোঃ দেলোয়ার হোসেন শিকারী সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারপতি এম. এনায়েতুর রহিম এবং বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমান এর গঠিত ডিভিশন বেঞ্চে রীট পিটিশন দাখিল করেন। যার রীটপিটিশন নং ৬৮০৮/২০২১।
গত ৩১ আগস্ট রীট পিটিশনের মোশন শুনানি হয়। শুনানি অন্তে হাইকোর্ট ডিভিশন উক্ত রুল জারি করেন এবং উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন’কে ৩ (তিন) মাসের জন্য স্থগিত আদেশ প্রদান করেন।
সোমবার (৬ সেপ্টেম্বর) ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন শিকারী হাইকোর্টের আদেশের কপি সরবরাহ করে এ তথ্য নিশ্চিত করেছেন।