স্বামীর অমানুষিক নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
প্রতিনিয়ত স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে মুর্শিদা বেগম (৩২) নামে এক গৃহবধূ ফাঁসিতে ঝুলে আত্মহত্যার অভিযোগ ওঠেছে। রবিবার (৫ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের নন্দীগ্রামে আব্দুল বারেক মাষ্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
রাত ৯ টার দিকে গৌরীপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে। এদিকে ঘটনার পর থেকে নিহত নারীর স্বামী মাসুদ মিয়া ও শ্বাশুড়ি পলাতক রয়েছে।
নিহত মুর্শিদা বেগম একই ইউনিয়নের চাঁন মিয়ার মেয়ে ও মাসুদ মিয়া আব্দুল বারেক মাষ্টারের ছেলে। প্রায় ১৩ বছর আগে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান রয়েছে।
নিহত গৃহবধূর চাচা মোঃ আবদুল আজিজ জানান, প্রায় ১৩ বছর আগে পারিবারিক ভাবে মাসুদ মিয়ার সঙ্গে তার ভাতিজীর বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুটি সন্তান জন্ম নেয়। বিয়ের পর তাদের সংসার জীবন সুখেই কাটছিল। দুই বছর ধরে তাদের সংসারে অশান্তি দেখা দেয়। এসময়ে তুচ্ছ অজুহাতে প্রতিনিয়ত মাসুদ তার ভাতিজীকে ঘরে হাত পা বেঁধে মারধর করতো।
তিনি বলেন, এলাকায় জনশ্রুতি ওঠেছে আপন ভাবীর সঙ্গে মাসুদের দু’বছর ধরে পরকীয়া সম্পর্ক চলছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে প্রায়ই ঝগড়া হতো। ঘটনারদিন মাসুদ তার ভাতিজীকে মারধর করেন। স্বামীর আমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে মুর্শিদা আত্মহত্যা করেছে বলে দাবি করেন তিনি।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী সাংবাদিকদের জানান, ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।