পঞ্চগড়ে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার
মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়) :
উত্তরের জেলা পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরের পানিতে ভাসমান অবস্থায় থেকে শাহানাজ পারভীন মুক্তি (৫০) নামের এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
জানা যায়, মৃত শাহনাজ পারভীন উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের সহিমন পাড়া গ্রামের তবিবরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সে মানসিক যন্ত্রনায় ভুগছিল। গত শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে পরিবারের সদস্যরা তাঁকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। অনেক খোজা খোজির পরে রোববার সকালে বাড়ির পাশের পুকুরে তাঁর মৃতদেহটি পানিতে ভাসতে দেখা স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ মৃতদের প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে৷