সাউথইস্ট ব্যাংকের ′′ বিজনেস পলিসি অ্যান্ড প্ল্যানিং কনফারেন্স′′ আয়োজন
ব্যাংকের ব্যবসায়িক অবস্থান মূল্যায়ন করতে সম্প্রতি সাউথইস্ট ব্যাংক লিমিটেড আয়োজন করেছে ′′ বিজনেস পলিসি অ্যান্ড প্ল্যানিং কনফারেন্স ′′ । ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির, এফসিএ, উপ-চেয়ারপার্সন দুলুমা আহমেদ, নির্বাহী কমিটি চেয়ারম্যান ও বোর্ড পরিচালক এম এ কাশেম, আজিম উদ্দিন আহমেদ ও পরিচালক মন্ডলী-জুসনা আরা কাশেম, রেহানা রহমান, আকিকুর রহমান, মনিরুজ জামান খান (বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড কর্তৃক মনোনীত), অডিট কমিটির সভাপতি সৈয়দ সাজেদুল করিম এবং স্বাধীন পরিচালক, কাজী মেসবাহউদ্দিন আহমেদ, স্বাধীন পরিচালক, জাকির আহমেদ খান, উপদেষ্টা এবং ব্যাংকের সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন।
ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, সকল আঞ্চলিক প্রধান, সকল শাখার প্রধান, উপশাখাদের সকল প্রধান, অফশোর ব্যাংকিং ইউনিটের ইন-চার্জ সামাজিক দূরত্ব বজায় রেখে সম্মেলনে অংশগ্রহণ করেন ।
কনফারেন্স ব্যাংকের সামগ্রিক অগ্রগতি পর্যালোচনা করে ২০২১ সালের বাকি সময়ের জন্য ব্যবসায়িক নীতি পর্যালোচনা করে । বোর্ডের সদস্যরাও ব্যাংকের বিভিন্ন সফল ব্যবসায় উদ্যোগ এবং গত ২৬ বছরের অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা করেন । ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন তারা । ব্যাংককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ভবিষ্যতে একটি সফল যাত্রার লক্ষ্যে তাদের সমষ্টিগত অঙ্গীকারও প্রকাশ করেছেন ।