মুকসুদপুরে ঐতিহ্যবাহী ডোঙ্গা বাইচ
মেহের মামুন ( গোপালগঞ্জ ) :
গোপালগঞ্জের মুকসুদপুরে ঐতিহ্যবাহী ডোঙ্গা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৪ সেপ্টেম্বর ) বিকালে মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের চাওচা দক্ষিণপাড়া যুব সমাজের আয়োজনে চাওচা বিলে ঐত্যিবাহী ডোঙ্গা বাইচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ডোঙ্গা বাইচ দেখতে আসে বিভিন্ন্ গ্রাম থেকে হাজার হাজার উৎসুক জনতা। মহামারী করোনাকালীন সময়ে ঘরবন্ধী থাকা মানুষের বিনোদনের খোরাক জমিয়েছে বলে জানিয়েছে ডোঙ্গা বাইচ দেখতে আসা বিনোদন প্রেমীরা।
ডোঙ্গা বাইচে মোট ৮ ডোঙ্গা অংশগ্রহণ করে। তাদের মধ্যে প্রথম পুরষ্কার স্মার্ট মোবাইল ফোন জিতে নেয় মিজান, ২য় আনিচ এবং ৩য় পুরষ্কার জিতে নেয় রাজিব। এছাড়াও অনুষ্ঠিত ডোঙ্গাবাইচে সকল অংশগ্রহণকারীদের শান্তনা পুরষ্কার দেয়া হয়।
ডোঙ্গা বাইচের আয়োজন করে ওয়াহিদুজ্জামান ভুইয়া, কাওসার ভুইয়া, সোবাহান ভুইয়া, জাহাঙ্গীর ভুইয়া, সোহাগ মুন্সী, সোহেল মোল্যা, শাকিল ভুইয়া প্রমুখ।