বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মালামাল আটক
আব্দুর রহমান, (নেত্রকোণা) :
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় ভারতীয় সীমান্ত থেকে পাচার কালে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।
বৃহস্পতিবার ২ সেপ্টেম্বর নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবি র অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া গণমাধ্যমের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, ২ সেপ্টেম্বর আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোণা বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ রেফায়েত উল্লাহ এর নেতৃত্বে ৮ সদস্যের একটি টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৮১/২-এস এর নিকট পাতলাবন নামক স্থান থেকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় নানা পণ্য আটক করে।
আটককৃত পণ্যসমূহের মধ্যে রয়েছে, কুমারিকা তৈল-১০৭ পিস, ভারতীয় মেসওয়াক টুথপেষ্ট-১১৬ পিস, ভারতীয় ডার্ক ফ্যান্টাসি বিস্কুট-৬৯৩ পিস, ভারতীয় ওরিয় বিস্কুট-২৪৫০ পিস, ভারতীয় স্কীন সাইন ক্রীম-৬০০ পিস, ভারতীয় পার্ক চকলেট-২২৫৬ পিস। যার সর্বমোট সিজার মূল্য-৩,৮৯,৮২২/- (তিন লক্ষ উননব্বই হাজার আটশত বাইশ) টাকা ।
অন্যদিকে এইদিন সকাল পৌঁনে ১১টার দিকে দূর্গাপুর ইউনিয়নের নলুয়াপাড়া বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে ৫ সদস্যের একটি টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৬২ এর নিকট সফান্দা বাজার নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থেকে লেংগুড়ার দিক হতে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাসযোগে দূর্গাপুর এর দিকে আসতে দেখে বাস থামিয়ে তল্লাশি করে ভারতীয় পার্ক চকলেট-৫২০ পিস এবং ভারতীয় কিটকাট চকলেট-২৩৫ পিস জব্দ করা হয়। যার সর্বমোট সিজার মূল্য-৬৬,০৭৫/- (ছিষট্টি পঁচাত্তর) টাকা।
তিনি আরও জানান, জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোণা কাষ্টমস্ অফিসে জমা করা হবে। উল্লেখ্য, কোন চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি।