শিরোনাম

South east bank ad

ভালবাসায় সিক্ত হলেন বিদায়ী ইউএনও সত্যজিত

 প্রকাশ: ২৯ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ) :

হবিগঞ্জের চুনারুঘাটবাসীর ভালবাসায় সিক্ত হলেন চুনারুঘাট উপজেলার বিদায়ী ইউএনও সত্যজিত রায় দাশ। তিনি সিলেট জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়ে বদলী হয়েছেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩০তম ব্যাচের এই চৌকস কর্মকর্তা চুনারুঘাট ইউএনও হিসেবে যোগদান করেন ২০১৯ সালের ২৬ নভেম্বর । দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিভিন্ন গুনাবলির মধ্যে দিয়ে খুব অল্প সময়ে চুনারুঘাটবাসীর মন জয় করেন তিনি।

রবিবার (২৯ আগস্ট ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও সত্যজিত রায় দাশ এর বিদায় সংবর্ধনার আয়োজন করে উপজেলা পরিষদ। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মিলটন চন্দ্র পাল এর সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও সত্যজিত রায় দাশ, উপজেলা আওয়ামিলীগের সভাপতি এড.আকবর হোসেন জিতু, পৌর মেয়র মোঃ সাইফুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা, আরএমও ডাঃ ফাতেমা হক, ওসি(তদন্ত) চম্পক দাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামসুজ্জামান শামীম, আলহাজ্জ্ব, আবেদ হাসনাত চৌধুরী সনজু, প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয় পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ রাজনৈতিক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দগণ।

বিদায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ এর প্রশংসনীয় ভূমিকার কথা তুলে ধরে বলেন, তিনি খুব অল্প সময়ে চুনারুঘাট উপজেলার গণমানুষের কল্যানে যে ভূমিকা পালন করেছেন তা আজীবন চুনারুঘাটবাসীর হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে। বিদায়ী ইউএনও সত্যজিত রায় দাশ তার বক্তব্যে আবেগাপ্লুত হয়ে বলেন, ১বছর নয় মাস চুনারুঘাটে দায়িত্বকালীন সময়ে সব শ্রেণিপেশার মানুষের আন্তরিক সহযোগিতা পেয়েছি। নিজের দায়িত্ব ও কর্তব্যবোধ থেকে চুনারুঘাটবাসীর জন্য সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করেছি। যেখানেই দায়িত্ব পালন করি না কেন, চুনারুঘাটবাসীর কথা মনে থাকবে আমার। আজকের সংবর্ধনা প্রমান করে চুনারুঘাটবাসী আমাকে কতটুকু আপন করে নিয়েছে তা ভুলার নয়। পরিষেশে তিনি সকলের কাছে ক্ষমা চেয়ে দোয়া কামনা করেন। এর পর উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায়ী 'অতিথিকে সম্মাননা প্রদান করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: