মৎস্য সপ্তাহে সাংবাদিকদের সাথে মতবিনিময়
কায়সার সামির, (মুন্সিগঞ্জ) :
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শনিবার ১২ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার ২৮ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মুন্সিগঞ্জে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা।
এসময় মুন্সিগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারের) মো. আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা ডা. মো. আব্দুল আমিন হোসেন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জানানো হয়, বিগত ২০-২১ অর্বছরের জেলার মোট মাছের উৎপাদন ছিল ৩২ হাজার ৯৯৭ মেট্রিক টন এবং আহরিত ইলিশের পরিমাণ ছিল ২ হাজার ৭৩ মেট্রিক টন।
জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন কমিটি মুন্সিগঞ্জেন আয়োজিত মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।