ফরিদপুরে ভূয়া ডিডি এনএসআই গ্রেফতার
জাকির হোসেন, (ফরিদপুর) :
ফরিদপুরে ছানোয়ার হোসেন (৩৬) নামের এক ভূয়া ডিডি পরিচয় ধারী এনএসআইকে আটক করা হয়েছে। ছানোয়ার হোসেন ফরিদপুরের কানাইপুরের মৃগী এলাকার আব্দুল মান্নান ব্যাপারীর ছেলে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ তরিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের সত্যতা নিশ্চিত করেন।
বুধবার (২৫ আগস্ট) বিকালে সদর উপজেলাধীন কানাইপুর ইউনিয়নের মৃগী নামক এলাকা থেকে ওই ভূয়া এনএসআই’র উপ-পরিচালকে আটক করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে ছানোয়ার ভূয়া পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছে। এ খবর পেয়ে ফরিদপুরের এনএসআই’র অফিসারগণ ও জেলা ডিবি পুলিশের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে ওই ভূয়া এনএসআই এর উপ-পরিচালককে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ তরিকুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ছানোয়ার ভুয়া পরিচয় ধারণ করে মানুষের সাথে প্রতারণা করে আসছে। পুলিশ ও এনএসআই’র যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে। তিনি বলেন, ছানোয়ারকে আটকের পর জিজ্ঞেসাবাদ চলছে।