শিরোনাম

South east bank ad

লিগ্যাল এইডের কার্যক্রম গতিশীল করতে জেলা জজ’র উদ্যোগ

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান, (ঝালকাঠি) :

করোনা মহামারীর কারণে উপজেলা ভিত্তিক বার্ষিক সভা না হওয়ায় সরকারী খরচে আইনগত সহায়তা প্রদান (লিগ্যাল এইড) কার্যক্রমকে আরো গতিশীল করতে নতুন আঙ্গিকে প্রচার-প্রচারণার উদ্যোগ নেয়া হয়েছে।

বুধবার বিকেল ৪টায় জেলা ও দায়রা জজ আদালত ভবনের শহীদ সোহেল-জগন্নাথ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে দীর্ঘ ৬মাস পরে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ। বক্তৃতা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমএ হামিদ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর শাহরিয়ার, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, আইনজীবী সমিতির সভাপতি ও পিপি আব্দুল মান্নান রসুল, জেলা তথ্য কর্মকর্তা আহসান কবীর। সভা পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার মো. শিবলী নোমান খান।

এসময় জেলা লিগ্যাল এইড চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ বলেন, করোনা আক্রান্ত হয়ে ঝালকাঠির বিচারক অঙ্গন থেকে একজন জ্বলন্ত নক্ষত্রের ন্যায় বিচারক সানিয়া আক্তার মৃত্যু বরণ করেছেন। তার মুত্যুতে শোক প্রস্তাব এনে আগামী মাসিক সভায় আনুষ্ঠানিকভাবে মিলাদের আয়োজন করা হবে।

এছাড়াও লিগ্যাল এইডের কার্যক্রমকে আরো গতিশীল ও তরান্বিত করতে নতুন করে প্রচার-প্রচারণার উদ্যোগ নেয়া হয়েছে। পোস্টার, বিলবোর্ড স্থাপন, জেলা তথ্য অফিসের মাধ্যমে মাইকিং, ডিস ব্যবসায়ীদের মাধ্যমে কেবল নেটওয়ার্কে প্রচার, থিম সং পরিবেশন, নাটক, পথ নাটক প্রদর্শন করা হবে। অপরদিকে জেলা কারাগারে দুস্থ বন্ধীদের আইনী সহায়তা দিতে আগামী ৩১ আগস্ট পরিদর্শনের সময়ে সার্বিক খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও বক্তৃতা কালে তিনি জানান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: