পটুয়াখালীতে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ
সুনান বিন মাহাবুব, (পটুয়াখালী) :
মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে বুধবার(২৫ আগস্ট) দুপুরে পটুয়াখালী সরকারি কলেজের বিএনসিসি সেনা, নৌ, রেঞ্জার, রোভার স্কাউট, রেড ক্রিসেন্টের আয়োজনে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুল আমীন, অনুষ্ঠান সঞ্চালনা করেছেন কলেজের সহকারী অধ্যাপক শামীম হোসেন খান, উদ্বোধনী বক্তৃতা প্রদান করেছেন অত্র কলেজের শিক্ষক পরিষদের সচিব গাজী জাফর ইকবাল।
উদ্বোধনী বক্তৃতায় অধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুল আমিন বলেন, করোনা মহামারিতে জনসচেতনতা বাড়াতে ও রোগ প্রতিরোধে পটুয়াখালী শহরের গুরুত্বপূর্ন পাঁচটি পয়েন্টে বিএনসিসি সেনা, নৌ, রোভার রেঞ্জার ও রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে। এছাড়াও সবাইকে স্বাস্থ্য বিধি অনুসরণে অনুরোধ জানিয়েছেন তিনি।