শিরোনাম

South east bank ad

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত-৫

 প্রকাশ: ২৪ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বরিশাল ব্যুরো :

বরিশাল-ভোলা আন্তঃমহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আবদুল্লাহ পরিবহণের একটি বাস খাদে পড়ে পাঁচ যাত্রী আহত হয়েছে। বরিশাল সদর উপজেলার সাহেবেরহাট সংলগ্ন সোমরাজী এলাকায় মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশের ওসি মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

যাত্রী জাহাঙ্গীর আলম জানান, যশোর থেকে সোমবার সন্ধ্যা ৭টায় ভোলার উদ্দেশ্যে আবদুল্লাহ পরিবহণের একটি বাস ছেড়ে আসে। বাসটি মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে বরিশাল-ভোলা আন্তঃমহাসড়কের সোমরাজী এলাকায় পৌঁছায়। সড়ক সংস্কারের কাজ চলমান অবস্থায় বৃষ্টিতে সড়কের অবস্থা বেগতিক যায়। এসময় গাড়িটি নিচু স্থান থেকে উচুতে উঠতে গিয়ে ২৭ জন যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ঐ সড়কের উন্নয়নকাজ চলমান রয়েছে। এ অবস্থায় বৃষ্টিপাতে সড়ক পিচ্ছিল হয়ে গাড়িটি খাদে পড়ে যায়। আহত পাঁচজনের মধ্যে একজনের পা ভেঙে গেছে। বাকিরা সামান্য আহত হয়েছেন। গাড়িটির উদ্ধার কার্যক্রম চলছে বলে জানান তিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: