শিরোনাম

South east bank ad

ঠাকুরগাঁওয়ে শিশু বিবাহ বন্ধে অনলাইনে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের সংলাপ

 প্রকাশ: ২০ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ফরিদুল ইসলাম রঞ্জু ,ঠাকুরগাঁও:

"আমিই পারি শিশু বিবাহ প্রতিরোধ করতে" প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শিশু বিবাহ বন্ধে অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ আগষ্ট) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি’র আয়োজনে এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে সংস্থার কার্যালয় চত্বরে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
প্রোগ্রাম অফিসার পারুল বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও শিশু বিবাহ বন্ধে বিভিন্ন সুপারিশমালা তুলে ধরেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী।
এসময় শিশু সংলাপ বন্ধে গণমাধ্যমের ভূমিকা ও করনীয় সম্পর্কে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক বিধান চন্দ্র দাস, সদস্য সচিব ফরিদুল ইসলাম রঞ্জু, সিনিয়র সাংবাদিক কামরুল হাসান, নূরে আলম শাহ প্রমুখ।
সংলাপ অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউনিসেফের গবেষণা মতে বিশ্বের ২১ শতাংশ কিশোরীর বিয়ে হচ্ছে ১৮ বছরের আগে।এই ধারা যদি অব্যাহত থাকে তবে আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্বে ১০ কোটি ১০ লাখেরও বেশি কিশোরীর বাল্য বিবাহ হয়ে যাবে।
ওয়ার্ল্ড ভিশনের তথ্য মোতাবেক গত এক বছরে দেশে ৪৮৬টি বাল্য বিবাহ হয়েছে।অথচ তার আগের বছরে এ সংখ্যা ছিলো ১৫৯টি। সে হিসেবে কোভিডের সময়ে দেশে বাল্য বিবাহ বেড়েছে ৩ গুণ।
বক্তারা বলেন, আমরা যদি শিশুদের স্কুল যাওয়া নিশ্চিত করতে পারি, কিশোরীদের ক্ষমতায়ন করতে পারি, তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পারি, স্থানীয় সরকারকে আরও বেশি কার্যকরী করতে পারি তবেই এ বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে, নচেৎ মহামারি আকারে সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাবে বাল্যবিবাহ।
শিশু বিবাহ বন্ধে ওয়ার্ল্ড ভিশন আয়োজিত সংলাপ অনুষ্ঠানে ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের ২৫ জন সংবাদকর্মী অংশ গ্রহন করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: