মাদারগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শামীম আলম, জামালপুর :
জামালপুরের মাদারগঞ্জে পানিতে ডুবে আশিক(১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদারগঞ্জ পৌরসভার বানিকুঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু একই এলাকার জাকির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে যানা গেছে, বাড়ির পাশের পুকুরে বড়শী দিয়ে মাছ শিকারের সময় অসাবধানতাবশত হঠাৎ পুকুরে পড়ে যায় আশিক এবং সাতাঁর না জানায় পানিতে ডুবে যায়। পরে তার বাবা পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুনজুরুল বারী তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শামীম আহম্মেদ দুদু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।