অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাংসদ মুকুল
বোরহান উদ্দিন, (ভোলা) :
করোনা ভাইরাস এর প্রভাবে বোরহানউদ্দিন পৌরসভায় কর্মহীন ও অসহায় দুস্থ ১ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রী’র উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার সকালে পৌরসভা কার্যালয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে এসকল খাদ্য সামগ্রী বিতরণ করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ আলী আজম মুকুল এমপি।
এসময় সাংসদ মুকুল বলেন, আ’লীগ সরকার মানুষের কল্যাণে কাজ করছে। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে। বাংলাদেশে যত বড় বড় উন্নয়ন দেখতে পান সবই আ’লীগ সরকারের অবদান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আলহাজ মো. জসিম উদ্দিন, পৌরসভার কাউন্সিলর বৃন্দ।