রামগতিতে ভয়বহ অগ্নিকান্ডে ১১ দোকান পুড়ে ছাঁই
মো. রাকিব হোসাইন রনি, (লক্ষ্মীপুর) :
লক্ষ্মীপুরের রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে ১১ দোকান পুড়ে ছাই হয়েছে। এতে অনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে রামগতি পৌরসভার আলেকজান্ডার বাজারে বট তলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রামগতি ফায়ার সার্ভিসের সাব অফিসার মো: সেলিম বিষয়টি নিশ্চিত করে জানান, আলেকজান্ডার বাজারে নয়ন স্টোর নামে একটি চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের ফলে আগুনের সুত্রপাত ঘটে। এতে মুহুর্তেই আগুন চারদিক ছড়িয়ে পড়লে মালামালসহ ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ব্যবসায়ীদের ক্ষয়-ক্ষতির পরিমান আনুমানিক ১০ লক্ষ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।