বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রের মৃত্যু
এম.এস রিয়াদ, (বরগুনা) :
বরগুনা সদর উপজেলার ৫ নং আয়লা পাতাকাটা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম (১৫) নামে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি সোমবার (১৬ আগস্ট) দুপুর১২ টায় এ দুর্ঘটনা ঘটে।
সিয়াম সদর উপজেলার ৫ নং আইলা পাতাকাটা ইউনিয়নের পুরাকাটা গ্রামের মোটরসাইকেল চালক জসিমের একমাত্র ছেলে। কদমতলা গ্রামের জর্জিয়া মডেল হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের মামা মোঃ জামাল বলেন, স্কুল বন্ধ থাকা সত্ত্বেও গতকাল আমার ভাগ্নে স্কুলের হোস্টেলে অবস্থান করছিল। সরকার কর্তৃক ঘোষিত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা সত্ত্বেও স্কুল খোলা রয়েছে বলে আমি স্থানীয় কয়েকজন এর মাধ্যমে জানতে পেরেছি। আমি এ ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি দাবি জানাই।
নিহত শিক্ষার্থীর বাবা মোঃ জসীম জানান, আমি দূরে থাকার কারণে স্কুলশিক্ষকদের মাধ্যমে জানতে পেরেছি আমার ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে রয়েছে এমন খবর পেয়ে হাসপাতালে ছুটে যাই। তবে আমার ছেলে তখন আর জীবিত নেই।
প্রত্যক্ষদর্শী ও সহপাঠী মোঃ আরিফ হোসেন বলেন, হঠাৎ চিৎকার শুনতে পাই এবং ছুটে যাই ভবনের ছাদে। বৈদ্যুতিক তারের সাথে ঝুলতে দেখি সিয়ামকে। লাঠির মাধ্যমে বৈদ্যুতিক তার থেকে ছাড়াতে সক্ষম হই। আমি পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় বরগুনা জেনারেল হাসপাতাল নিয়ে যাই।
জর্জিয়া মডেল হাই স্কুল শিক্ষক আবু জাফরের সাথে একাধিকবার যোগাযোগ করা সত্ত্বেও (01717808031) মোবাইল নাম্বার বন্ধ পাওয়া গেছে।
বরগুনা সদর হাসপাতালের সহকারী সার্জন ডাক্তার সুব্রত ভৌমিক স্কুলছাত্রের মৃত্যু নিশ্চিত করে বলেন শিক্ষার্থীকে আনতে অনেক সময় নিয়েছে। আমরা অনেক চেষ্টা করার পরেও তাকে বাঁচাতে সক্ষম হয়নি ।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে,এম, তারিকুল ইসলাম সিয়ামের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বরগুনা সদর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।