শিরোনাম

South east bank ad

মাধবপুরে তিন ভূয়া ডিবি পুলিশ গ্রেফতার

 প্রকাশ: ১৬ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ জাহান রনি, (মাধবপুর) :

হবিগঞ্জের মাধবপুরে তিন ভূয়া ডিবি পুলিশ গ্রেফতার করেছে ফাঁরি পুলিশ। সোমবার ১৬ আগষ্ট দুপুর ১ টায় উপজলা মনতলা পুলিশ ফাঁড়ি চেকপোস্টে ৩ জন ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার হয়।

পুলিশ সুত্রে জানা যায়, মাধবপুর পূবালী ব্যাংক শাখা থেকে কাজী রাসেল নামের এক লোক ৫ লক্ষ্য টাকা উত্তোলন করে লোকাল বাস দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়ককের বিজয়নগর থানার ইসলামপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে লোকাল বাস থামিয়ে কাজী রাসেল কে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে বাসের লোকজনের সামনে থেকে হাতকড়া পরিয়ে প্রাইভেটকার করে মনতলা অতিক্রম করার সময় পুলিশ ফাঁড়ি চেকপোস্ট ভেঙ্গে পালানোর সময় পুলিশ ধাওয়া করলে মনতলা রেলস্টেশনের চেকপোস্ট গাড়ি আটক হলে দৌড় পালানোর সময় ৩ জন ভুয়া ডিবি পুলিশ কে গ্রেফতার করা হয় ১ জন দৌড়ে পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হল, শরীয়তপুর জেলা পালং থানার কাসাবো এলকার জহির মিয়া (৪২) পিতা মৃত আব্দুস সামাদ মাস্টারের ছেলে। চাঁদপুর জেলার মদনা থানার মিন্টু মিয়া (৪০) পিতা মৃত মিনা গাজীর ছেলে, মাদারীপুর জেলার কালকিনি থানার ধামারপুল গ্রামের মিজান মিয়া (২৬) পিতা মৃত জয়নাল মৃধার ছেলে। গ্রেফতারকৃতদের থেকে উদ্ধার হয় নগত ২ লক্ষ্য ২ হাজার ৬'শত টাকা ৩টি মোবাইল।

এ বিষয়ে সততা নিশ্চিত করে মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, মনতলা পুলিশ ফাঁড়ির পরিদর্শক কাইয়ুম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে ৩ জন ভুয়া ডিবি পুলিশ কে গ্রেফতার করা হয়, তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: