ধোবাউড়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফয়সাল আহমেদ, (ধোবাউড়া) :
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় মেহেদী হাসান আনার (২১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের আঙ্গরকান্দা গ্রামের প্রতিবেশি বাদলের বাড়ির পাশে আমলকী গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। মেহেদী হাসান ওই গ্রামের আব্দুল শরীফের ছেলে।
ধোবাউড়া থানার এসআই আব্দুল্লাহ আল মোমেন জানান, সোমবার সকালের দিকে বাড়ির লোকজন মেহেদী হাসান আনারকে ডাকাডাকি করে। সাড়া শব্দ না পেয়ে বাড়ির পাশে গাছের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে তারা থানায় খবর দেন। প্রেম ঘটিত বিষয়ে অভিমান করে ওই যুবক আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ধোবাউড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।