চুনারুঘাটে জাতীয় শোক দিবস পালন
নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ) :
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালণ করেছে।
সারা দেশের মতো চুনারুঘাটে রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকীতে গভীর শোক ও শ্রদ্ধা জানানো হয়। কর্মসূচির মধ্যে জাতীয় পতাকা ও কালো পতাকা অর্ধনমিতকরণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, মিলাদ, দোয়া মাহফিল, প্রার্থনা সভা ও শিরনী বিতরণ এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে চুনারুঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কালো ব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এর মধ্যে সকাল ১০টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সেখান থেকে র্যালি এবং সকাল ১১ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ এর সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি মিলটন চন্দ্র পাল এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক মো: আবু তাহের, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, সৈয়দ মোদাব্বির আলী, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, সহকারী কমিশনার ভূমি মিলটন চন্দ্র পাল , অফিসার ইনচার্জ মো: আলী আশরাফ , উপজেলা সমাজ সেবা অফিসার বারেন্দ্র চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী গোলাম শওকত আলী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানা সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও প্রশাসনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন ও কর্মের উপর আলোচনা সভা, সুবিধাজনক সময়ে জাতির পিতার জীবনী নিয়ে আলোচনা করেন, পরে যুবকদের মধ্যে ঋন ও অসচ্ছল শিল্পিদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়। এছাড়াও মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল এবং মাগফিরাত কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত ও সকল মন্দির গীর্জা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা হয়।